Wednesday, December 8th, 2021

আজও কি তোর ইচ্ছে হয়
খেলার মাঠে যেতে?


আজও কি তোর বিকেল গুলো
আনন্দর মধ্যে কাটে?


মনে পড়ে তোর পুকুর ধারে
বসে থাকার কথা,


ডাকলে মা পালিয়ে যেতাম
বলতাম মিথ্যা কথা৷


যেতাম দুজন স্কুলেতে
বসতাম পাশাপাশি।


তর্কাতর্কি করে দুজন
করতাম রাগারাগি৷


যখন তোকে মারতো কেউ
যেতাম আমি রেগে।


তুই  বলতিস আর মারিস না
এবার মারা যাবে।


আজও কি তোর মনে পড়ে
তেঁতুল চুরির কথা?


মালিক আমাদের তাড়া করলে,
ফাটিয়ে দিতাম তার মাথা৷


 আজও কি তুই ঘুমিয়ে থাকিস
বেলা হ‌ওয়ার সাথে?


কেউ কি তোকে জাগিয়ে দেয়
আমার যাওয়ার  আগে?


আজও কি তুই বসে থাকিস
আমার অপেক্ষায়?


দুজন মিলে করব আহার
সেই প্রতীক্ষায়৷


এখনও কি রাতের বেলা
খারাপ স্বপ্ন দেখিস?


ভয়ের জন্য ঘুমের ঘোরে
আমায় জড়িয়ে ধরিস?


বন্ধু তুই, চিরদিন
থাকবি আমার অন্তরে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *