TRUE-INDIA: ইউপিআই এর মাধ্যমে ফোন পে থেকে 100 টাকার উপরে রিচার্জ করলে
এবার দু টাকা প্রসেসিং ফি দিতে হবে। ফোন পের তরফে জানানো হয়েছে , রিচার্জ এর ক্ষেত্রে পরীক্ষা চালানো হচ্ছে। 50 টাকার নিচে রিচার্জ করলে টাকা দিতে হবে না। 50 টাকা থেকে 100 টাকার ভিতর 1 টাকা দিতে হচ্ছে। 100 টাকার উপরে 2 টাকা নেওয়া হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলেও প্রসেসিং ফি নেওয়া হচ্ছে।